1. "If winter comes, can spring be far behind?" These lines were written by–
A. Keats
B. Frost
C. Eliot
✅ Shelley
🎓 Answer Analysis:
Percy Bysshe Shelley
(4 August 1792 – 8 July 1822; aged 29)
★ "If winter comes, can spring be far behind?" লাইনগুলো রচনা করেন - Shelley.
★ তাঁর উল্লেখযোগ্য Anthology verse গুলো হলো - Ozymandias, Ode to the West Wind, To a Skylark এবং The Masque of Anarchy.
John Keats
(31 October 1795 – 23 February 1821)
★ ‘Ode to Autumn’ লিখেছেন - ইংরেজ রোমান্টিক কবি John Keats.
★ John Keats সুপরিচিত - ‘The poet of beauty’ হিসেবে।
★ ‘Ode to Autumn’ হলো তাঁর - কবিতা সংগ্রহ "1819 odes"-এর সর্বশেষ কবিতা।
★ Lord Byron এবং Percy Bysshe Shelley-র সঙ্গে - Keatsও ছিলেন একজন রোমান্টিক ২য় যুগের প্রধান প্রবক্তা।
★ তাঁর সর্বশ্রেষ্ঠ কবিতাগুলো হলো - Great Odes "Hyperion", "Endymion", A Draught of Sunshine, A Party of Lovers, Sharing Eve’s Apple, Odde to Fanny.
Robert Frost
(26 March 1874 – 29 January 1963)
★ Robert Frost ছিলেন - একজন আমেরিকান কবি।
★ Frost কবিতার জন্যে- ৪টি Pulitzer পুরস্কার পেয়েছিলেন।
T.S Eliot
(26 September 1888 – 4 January 1965)
★ T. S Eliot জন্মেছিলেন - St. Louis, Missouri, U.S.A-তে।
★ তিনি ছিলেন একজন - ইংরেজ কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক; ২০ শতকের ইংরেজি ভাষার কবিদের মধ্যে অন্যতম।
★ যে কবিতার মাধ্যমে তিনি সুপরিচিত হয়েছিলেন সেটি হলো - ১৯১০ সালের 'The love song of J. Alfred Prufrock' যা ১৯১৫ সালে Chicago-তে প্রকাশিত হয়েছিল।
★ তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো - Gerontion (1920), The Waste Land (1922), The Hollow Men (1925), Ash Wednesday (1930), and Four Quartets (1945).
★ তিনি আরও পরিচিত ছিলেন - ৭টি নাটকের জন্যে যার মধ্যে ‘Murder in the Cathedral’ (1935) অন্যতম।
★ তিনি ১৯৪৮ সালে - সাহিত্যে Nobel prize পেয়েছিলেন।
অতএব সঠিক উত্তর D.
2. "Light" is to "dark" as "cold" is to –
✅ hot
B. heat
C. cool
D. winter
🎓 Answer Analysis:
Light-এর বিপরীত শব্দ dark আর cold-এর বিপরীত শব্দ hot।
তাই সঠিক উত্তর A.
3. Many prefer donating money– distributing clothes.
A. than
B. but
✅ to
D. without
🎓 Answer Analysis:
‘donate to’ অনুদান দেওয়া।
কাজেই সঠিক উত্তর C.
4. Julia has been ill – three months.
A. since
B. about
C. in
✅ for
🎓 Answer Analysis:
প্রদত্ত sentence-টি present perfect continuous tense-এর একটি উদাহরণ। Present perfect continuous tense অনির্দিষ্টভাবে ব্যাপক সময় (period of time)-এর উল্লেখ থাকলে for ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর D.
5. We were waiting for the bus. The underlined part is –
A. a noun phrase
B. an infinitive phrase
✅ a prepositional phrase
D. a verb phrase
🎓 Answer Analysis:
Preposition + noun/noun phrase দ্বারা prepositional phrase গঠিত হয়।
তাই সঠিক উত্তর C.
6. The word “disinterested” means–
A. lack of interest
B. indifferent
C. callous
✅ neutral
🎓 Answer Analysis:
Disinterested শব্দটির অর্থ নিরপেক্ষ, যা অর্থগত দিক হতে D. option-টির সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর D.
7. Who did write first English dictonary?
A. Boswell
B. Ben Jonson
✅ Samuel Johnson
D. Milton
🎓 Answer Analysis:
Robert Cawdrey সর্বপ্রথম English Dictionary রচনা করেন ১৬০৪ সালে এবং ১৬৫৬ সালে Thomas Blount আরেকটি Dictionary প্রকাশ করেন। কিন্তু ১৭৫৫ সালে Samuel Johnson সর্বপ্রথম সহজবোধ্য English Dictionary সংকলন করেন।
এখানে সঠিক উত্তর হবে C.
৪. New programs will be – next week in Bangladesh Television.
✅ telecast
B. published
C. telecasted
D. broadcasted
🎓 Answer Analysis:
'New programms' প্রদত্ত sentence-টিতে subject-এর স্থানে থাকলেও প্রকৃতপক্ষে সেটি object-এর sense প্রকাশ করছে। তাই প্রদত্ত sentence-টিকে passive করতে হবে। Passive-এর ক্ষেত্রে তাই will be-এর পর main verb-এর past participle form ব্যবহার করতে হবে। উপরের option-গুলোর মধ্যে সঠিক past participle form হলো 'telecast'।
তাই সঠিক উত্তর A.
9. The word ‘‘electorate’’ means–
A. election office
✅ a body of voters
C. many elections
D. candidates
🎓 Answer Analysis:
'Electorate' শব্দটির বাংলা অর্থ নির্বাচকমন্ডলী। ওপরের option-গুলোর মধ্যে একমাত্র B. option-টিই যথার্থ অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর B.
10. ‘‘Animal Farm’’ was written by –
✅ George Orwell
B. Stevenson
C. Swift
D. Mark Twain
🎓 Answer Analysis:
George Orwell
(25 June 1903 – 21 January 1950)
★ ‘‘Animal Farm’’ রচনা করেছেন - George Orwell.
★ Eric Arthur Blair-এর ছদ্মনাম ছিল - George Orwell, যিনি ছিলেন একজন ইংরেজ লেখক ও সাংবাদিক।
★ তিনি ছিলেন সম্ভবত - the twentieth century's best chronicler of English culture.
R. L Stevension
(13 November 1850 – 3 December 1894)
★ Stevenson ছিলেন একজন - স্কটিশ ঔপন্যাসিক, কবি, লেখক এবং ভ্রমণ বিশারদ।
★ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো - Treasure Island, Kidnapped, এবং Strabge Case of Dr Jekyll and Mr Hyde.
Jonathon Swift
(30 November 1667 – 19 October 1745)
★ Swift ছিলেন একজন - Anglo-Irish satirist, essayist, political pamphleteer.
★ তিনি পরিচিত ছিলেন - a master of two styles of satire: the Horatian and Juvenalian styles হিসেবে।
★ তাঁর উলেখযোগ্য রচনাগুলো হলো - Gulliver's Travels, A Modest Proposal, A Journal to Stella, Drapier's Letters, The Battle of the Books, An Argument Against Against Abolishing Christianity এবং A Tale of a Tub.
অতএব সঠিক উত্তর A.
11. There is no alternative – training.
✅ to
B. for
C. than
D. of
🎓 Answer Analysis:
Alternative-এর পরে preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর A.
12. Which sentence is correct?
A. This is an unique case
✅ This is a unique case
C. This is a very unique case
D. This is the most unique case
🎓 Answer Analysis:
B. option-টি সঠিক - কারণ 'unique' শব্দটির পূর্বে article 'a' ব্যবহৃত হয়েছে।
A. option-টি সঠিক নয় - কারণ 'unique' শব্দটির পূর্বে article 'an' ব্যবহৃত হয় না।
C. option-টি সঠিক নয় - কারণ 'unique' শব্দটিকে very ব্যবহার করে modify করা যায় না।
D. option-টি সঠিক নয় - কারণ unique শব্দটির পূর্বে most ব্যবহার করে superlative করা যায় না।
তাই সঠিক উত্তর B.
13. I cannot – to pay such high prices.
A. able
B. but
C. try
✅ afford
🎓 Answer Analysis:
Cannot-এর পরে যেহেতু main verb ব্যবহার করতে হয় তাই A. ও B. option-দুইটি সঠিক নয়। অর্থগত দিক থেকে সামঞ্জস্যতা না থাকায় C. option-টিও সঠিক নয়। অপরদিকে 'afford to' অর্থ সমর্থ হওয়া যা প্রদত্ত sentence-টির সাথে অর্থগত দিক হতে সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর D.
In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:-
14. IMPROVEMENT
A. Promotion
B. Advancement
✅ Betterment
D. Preference
🎓 Answer Analysis:
এখানে Improvement অর্থ - উৎকর্ষ বা উন্নতি সাধন।
C. Betterment অর্থ - উৎকর্ষ বা উন্নতি সাধন;
A. Promotion অর্থ - পদোন্নতি;
B. Advancement অর্থ - উন্নতি;
D. Preference অর্থ - অগ্রাধিকার।
অতএব সঠিক উত্তর C.
15. AMICABLE
A. Interesting
B. Loving
C. Affectionate
✅ Friendly
🎓 Answer Analysis:
এখানে Amicable অর্থ - বন্ধুত্বপূর্ণ।
D. Friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ;
A. Interesting অর্থ - আকর্ষনীয় বা আনন্দদায়ক;
B. Loving অর্থ - স্নেহশীল;
C. Affectionate অর্থ - স্নেহশীল।
অতএব সঠিক উত্তর D.
In each of the following questions, choose the word opposite in meaning to the given word:-
16. LIABILITY
A. Treasure
B. Debt
✅ Assets
D. Property
🎓 Answer Analysis:
এখানে Liability অর্থ দায়।
C. Assets অর্থ - সম্পদ, ধন।
A. Treasure অর্থ - অতি মূল্যবান সম্পদ।
B. Debt অর্থ - দেনা, ঋণ।
D. Property অর্থ - সম্পত্তি।
অতএব সঠিক উত্তর C.
17. HATE
✅ Admire
B. Abhor
C. Concern
D. Loathe
🎓 Answer Analysis:
এখানে Hate অর্থ - ঘৃণা করা।
A. Admire অর্থ - প্রশংসা করা।
B. Abhor অর্থ - ঘৃণা করা।
C. Concern অর্থ - উদ্বেগ।
D. Loathe অর্থ - অপছন্দ করা।
অতএব সঠিক উত্তর A.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:-
18. A song embodying religious and sacred emotions -
A. Lyric
B. Ode
✅ Hymn
D. Ballad
🎓 Answer Analysis:
C. Hymn
★ Hymn হলো - ধর্মসংক্রান্ত ও পবিত্র অনুভূতির নাম। এক কথায় বলা যেতে পারে ঈশ্বর-বন্দনা।
A. Lyric
★ Lyric হলো - ছোট গান নির্ভর গীতিকবিতা।
★ এ ধরনের কবিতার মধ্যে - Passionate (আগ্রহ) এবং Confessional node (দোষ স্বীকার করার রীতি) থাকে।
B. Ode
★ Ode - মূলত Lyric Poem.
★ Ode - এর একটি serious subject থাকে।
★ Ode - এর মাধ্যমে মানুষের প্রশংসা গান এবং কবিতার কৌশল এবং প্রাকৃতিক দৃশ্যের বন্দনা তুলে ধরা হয়।
★ Ode কে- গাঁথাকবিতা বলা হয়।
D. Ballad
★ Ballad - মূলত narrative বা বর্ণনামূলক ছোট কবিতা।
★ Ballad-এ - সহজ এবং নাটকীয় কাজের (simple and dramatic action) প্রকাশ পায়।
★ Incremental repetition and the ballad stanza- এ ধরনের কবিতার অন্য একটি বৈশিষ্ট্য।
★ Incremental repetition বলতে বোঝায় - এক বা একাধিক ছোট লাইনের পুনরাবৃত্তি।
★ The Ballad Stanza হলো- চার লাইন যার প্রথম ও তৃতীয় লাইন চার ফিট এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন তিন ফিট ধারন করে।
★ Romantic কবিদের - এ ধরনের কবিতার গঠনের প্রতি প্রবল ঝোঁক ছিল।
অতএব সঠিক উত্তর C.
19. Time after twilight and before night -
A. Evening
B. Dawn
✅ Dusk
D. Eclipse
🎓 Answer Analysis:
এখানে বলা হয়েছে গোধূলির পরবর্তী এবং রাত্রির পূর্ববর্তী সময়কে (সন্ধ্যার প্রাক্কাল) কী বলা হয়, যেখানে
Twilight (গোধূলি) অর্থ - sunset, nightfall.
C. Dusk অর্থ - early evening (সন্ধ্যার প্রাক্কাল), evening.
A. Evening অর্থ - sundown, late afternoon (সন্ধ্যাকাল)
B. Dawn অর্থ - sunup. daylight, first light (ভোর)
D. Eclipse অর্থ - cover, hide from view (সূর্য বা চন্দ্রগ্রহণ)।
অতএব সঠিক উত্তর C.
Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given:-
20. Parliamentary democracy demands discipline and - to the rules.
✅ adherence
B. respectful
C. knowledge
D. awareness
🎓 Answer Analysis:
এখানে,
A. adherence অর্থ - obedience, loyalty (আনুগত্য)।
B. respectful অর্থ - polite, courteous (শ্রদ্ধাশীল)।
C. knowledge অর্থ - awareness, acquaintance (জ্ঞান, সচেতনতা)।
D. awareness অর্থ - alertness, conciousness (সচেতনতা)।
এখানে adherence-এর সাথে to সঙ্গতিপূর্ণ।
তাই সঠিক উত্তর A.
21. Reason is the highest faculty - on human by their creator.
A. entrusted
B. endowed
✅ bestowed
D. conferred
🎓 Answer Analysis:
এখানে,
C. bestow অর্থ - bequeath, donate(অর্থ দান করা)।
A. entrust অর্থ - obedience, trust, loyalty (বিশ্বাস স্থাপন করা)।
B. endow অর্থ - award, give, bequeath (পুরস্কার প্রদান করা)।
D. confer অর্থ - awad, present, grant (পুরস্কার প্রদান করা)।
এখানে bestowed-এর সাথে on সঙ্গতিপূর্ণ।
তাই সঠিক উত্তর C.
22. Rishan walks as if he - lame.
A. is
B. hed been
C. has
✅ were
🎓 Answer Analysis:
as if - এর পরে যুক্ত বাক্যে be verb সবসময় were হয়।
তাই সঠিক উত্তর D.
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-
23. A. Neither you nor I am in a sound position.
✅ Laziness is detrimental for success
C. He begged the favour of my granting him leave
D. Your action is not in conformity with the law
🎓 Answer Analysis:
Detrimental অর্থ ক্ষতিকর। Detrimental-এর পর preposition ‘to’ বসে। প্রদত্ত B. বাক্যে to এর জায়গায় for ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল।
অতএব সঠিক উত্তর B.
24. A. He has no desire for fame
✅ I intend going to Rajshahi
C. He is too miserly to part with his money
D. He has invited me for dinner
🎓 Answer Analysis:
প্রদত্ত B. বাক্যে intend- এর পর verv+ing হয়েছে। কিন্তু intend- এর পর to বসে এবং তারপর verb- এর base form বসে। এখানে তাই বাক্যটি ভুল।
অতএব সঠিক উত্তর B.
Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-
25. To keep one's head-
A. to save oneself
B. to be self respectful
✅ to keep calm
D. None of these
🎓 Answer Analysis:
keep one's head- idiom টির অর্থ মাথা ঠান্ডা রাখা। প্রদত্ত C. -তে keep calm- এর অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা।
অর্থাৎ সঠিক উত্তর C.
26. To put the cart before the horse-
A. to offere a person what he cannot eat.
B. to force a person to do something
C. to raise obstacle
✅ to reverse the natural order of things
🎓 Answer Analysis:
To put the cart before the horse এবং D.-তে প্রদত্ত to reverse the natural order of things-এর অর্থ একই অর্থাৎ কোনো জিনিসের স্বাভাবিক ধারাকে পাল্টে দেওয়া।
অতএব সঠিক উত্তর D.
27. To read between the lines-
A. to concentrate
B. to suspect
C. to read carefully
✅ to grasp the hidden meaning
🎓 Answer Analysis:
'To read between the lines' অর্থ অত্যন্ত গুরুত্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করে অন্তর্নিহিত অর্থ উদঘাটন করা (to grasp the hidden meaning)।
অতএব সঠিক উত্তর D.
In each of the following questions a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice:-
28. I know him
A. He is known by me
B. He was known to me
C. He has been known by me
✅ He is known to me
🎓 Answer Analysis:
প্রদত্ত বাক্যটি present indefinite tense-এর active voice. বাক্যটিকে passive voice- এ রূপান্তরিত করার নিয়ম হলো - sub+am/is/are+verb- এর past participle+by/to+obj.
এ নিয়মানুসারে সঠিক উত্তর D. কারণ known –এর পর to ব্যবহৃত হয়।
29. A lion may be helped even by a little mouse.
A. a little mouse may even help a lion
✅ Even a little mouse may help a lion
C. A little mouse can even help a lion
D. Even a little mouse ought to help a lion
🎓 Answer Analysis:
প্রদত্ত বাক্যটি passive voice-এ আছে। বাক্যটিকে active voice- এ রূপান্তরিত করার নিয়ম হলো - sub+may+verb present+obj. এ নিয়মানুসারে সঠিক উত্তর B. কারণ even শব্দটি যেহেতু মূল বাক্যে a little mouse–এর আগে ছিলো সেহেতু passive-এও আগেই বসবে।
Choose the correctly spelt word -
30. ✅ Liesure
B. Leisure
C. Leasure
D. Lesiure
🎓 Answer Analysis:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র A.-এর Liesure (অবসর) spelling-টি সঠিক, বাকিগুলো ভুল।
তাই সঠিক উত্তর A.
31. A. Superceed
B. Superseed
C. Supercede
✅ Supersede
🎓 Answer Analysis:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র D.-এর Supersede (জায়গা নেওয়া) spellingটি সঠিক, বাকিগুলো ভুল।
তাই সঠিক উত্তর D.
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the balnk speace:-
32. The horror movie scared them out of their -
✅ wits
B. seats
C. lives
D. funds
🎓 Answer Analysis:
out of one’s wites- একটি idiom যার অর্থ অত্যন্ত বিচলিত হওয়া।
অতএব অর্থানুসারে সঠিক উত্তর A.
33. The people who carry a coffin at a funeral are called -
A. undertakers
B. supporters
✅ pallbearers
D. mourners
🎓 Answer Analysis:
The people who carry a coffin at a funeral are called pallbearers।
তাই সঠিক উত্তর C.
General Knowledge (GK) English Question Answer
34. I have not heard from him -
A. long since
✅ for a longtime
C. since long
D. for long
🎓 Answer Analysis:
Long since এবং since long কোনোভাবেই সঠিক নয় যেহেতু sentence-এ কোনো সময় নির্দিষ্ট নেই। অনির্দিষ্ট সময় প্রকাশের জন্যে for long বা for a long time উভয়ই ব্যবহার করা যায়। তবে সাধারণত positive sentence এ for long time এবং negative sentence এ for long ব্যবহৃত হয়।
বিশেষ অর্থে কখনও কখনও negative sentence এও for long time ব্যবহার করা যায় তবে তখন sentence এর অর্থ for long ব্যবহৃত sentence এর অর্থের থেকে ভিন্ন হয়। যেমন : I haven't been here for a long time যার অর্থ ‘গতবার এখানে আসার পর থেকে অনেক সময় কেটে গেল’ কিন্তু I haven't been here long এর অর্থ আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি। প্রশ্নে প্রদত্ত sentence এর অর্থটা এমন হবে যে, অনেক দিন হয়ে গেল তোমার কোনো খবর পাইনি। তাই সঠিক উত্তরটি হবে B. তবে এক্ষেত্রে long এবং time এর মাঝে অবশ্যই space দিতে হবে। প্রশ্নে printing mistake হয়েছে।
35. He said that he -- be unable come.
A. will
B. shall
C. should
D. would
🎓 Answer Analysis:
সঠিক উত্তর দেওয়া নেই। That-এর পরের sentenceটি সাধারণ অর্থ প্রকাশ করলে that-এর পূর্বে past Indefinite tense থাকলে that-এর পর past perfect tense হবে। কিন্তু that-এর পরের sentenceটির দ্বারা habitual fact অথবা, Universal truth বোঝালে that এর পূর্বে past tense ছাড়া অন্য যেকোনো tense হলে that-এর পরে প্রশ্নে প্রদত্ত tense-ই ব্যবহার করা যাবে।
36. Neither Rini nor Simi -- qualified for the job.
A. are
✅ is
C. were
D. had
🎓 Answer Analysis:
Neither......nor...., Either.......or, not only.....but also যুক্ত বাক্যে verb-এর ঠিক পূর্বের Subject বা নিকটবর্তী subject অনুযায়ী verb পরিবর্তিত হয়। প্রদত্ত Sentence এ verb-এর পূর্বে Simi আছে যা third person singular number। তাই এর পরের verbটি is হবে।
তাই সঠিক উত্তর B.
37. He watched the boat -- down the river.
A. to float
✅ floating
C. was floating
D. had floated
🎓 Answer Analysis:
Simple sentence এ দুইটি verb থাকলে যে verb দ্বারা চলমান অবস্থা বোঝায় তার সাথে ing যোগ করতে হয়। এখানে watched এবং float দুইটি verb-এর মধ্যে float দ্বারাই চলমান অবস্থা বোঝাতে হবে, তা না হলে sentence হয় না। তাই এ verb এর সাথে ing যোগ করতে হবে। সহজে বলা যায় simple sentence এ দুইটি verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যোগ করতে হবে।
তাই সঠিক উত্তর B.
38. Honey is -- sweet.
✅ very
B. too much
C. much too
D. excessive
🎓 Answer Analysis:
প্রদত্ত sentence টি দ্বারা একটু ভিন্নধর্মী অর্থ বোঝানো হয়েছে। এখানে লক্ষনীয় যে, বাক্যটি correction করতে বলা হয়নি। আমরা স্বাভাবিকভাবে জানি যে, মধু মিষ্টি। কিন্তু প্রদত্ত বাক্যের মধুর মিষ্টতা আরো বিশেষভাবে বিশেষায়িত করা হয়েছে। ‘মধু বেশি মিষ্টি’ এমন অর্থ প্রকাশ করতে adjective 'sweet' এর আগে একটি adverb ব্যবহার করতে হবে। এখানে ‘very’ adverb টি sweet -কে modify করেছে।
সুতরাং সঠিক উত্তর A.
39. Your conduct admits -- no excuse.
A. to
B. for
✅ of
D. at
🎓 Answer Analysis:
অনুমতি প্রদান বা ছাড় দেওয়া অর্থে Admit-এর সাথে 'of' preposition ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর C.
40. He had a -- headache.
A. strong
B. acute
C. serious
✅ bad
🎓 Answer Analysis:
তীব্র মাথা ব্যাথা বোঝাতে bad অথবা acute headache বলতে হবে। কিন্তু gap-এর পূর্বে যেহেতু a আছে তাই এর পরের শব্দের word অবশ্যই consonant দিয়ে শুরু হতে হবে।
তাই সঠিক উত্তর D.
41. I shall not -- the examination this year.
A. give
✅ appear at
C. sit
D. go for
🎓 Answer Analysis:
পরীক্ষা দেওয়া অর্থে Appear-এর সাথে preposition 'at' ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর হবে B.
42. They travelled to Savar -
✅ on foot
B. by walking
C. on their feet
D. by foot
🎓 Answer Analysis:
পায়ে হেঁটে যাওয়া অর্থে foot-এর পূর্বে 'on' preposition ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর A.
43. He said that he -- the previous day.
A. has come
B. had come
✅ came
D. arrived
🎓 Answer Analysis:
এখানে C. -ই সঠিক বাকিগুলো grammatically সঠিক নয়।
44. 'Sky' is to 'bird' as 'water' is to -
A. feather
✅ fish
C. boat
D. lotus
🎓 Answer Analysis:
প্রদত্ত Sentence এ ‘থাকার স্থান’ সম্পর্কে Analogy দেখানো হয়েছে। আকাশে পাখি বিচরণ করে। ঠিক তেমনি মাছ পানিতে বিচরণ করে বা থাকে।
তাই সঠিক উত্তর B.
45. 'Good' is to 'bad' as 'white' is to -
A. dark
✅ black
C. grey
D. ebony
🎓 Answer Analysis:
প্রদত্ত Sentence এ বিপরীতার্থক Analogy ব্যবহৃত হয়েছে। Good এর বিপরীত Bad এবং একই ভাবে White এর বিপরীত Black.
তাই সঠিক উত্তর হবে B.
46. 'Botany' is to 'plants' as 'Zoology' is to -
A. flowers
B. trees
C. dear
✅ animals
🎓 Answer Analysis:
এখানে কাজের স্থান সম্পর্কে Analogy টানা হয়েছে। Botany তে যেমন plants নিয়ে আলোচনা বা কাজ করা হয় তেমনি Zoology তে প্রাণী বা Animals নিয়ে আলোচনা বা কাজ করা হয়।
তাই সঠিক উত্তর D.
47. The bad news struck him like a bolt from the-
A. sky
B. heavens
C. firmament
✅ blue
🎓 Answer Analysis:
Bolt from the blue একটি Idioms যার অর্থ ‘বিনা মেঘে বজ্রপাত’। শূণ্যস্থানে blue বসবে।
তাই সঠিক উত্তর D.
48. When one is 'pragmatic' he is being -
A. wasteful
B. productive
✅ practical
D. fussy
🎓 Answer Analysis:
'pragmatic' শব্দের অর্থ ‘প্রয়োগবাদি’ বা ‘ব্যবহারিক ফল’। যার সঠিক সমার্থক শব্দ practical।
সুতরাং সঠিক উত্তর C.
49. "Into the -- of death rode the six hundred."
A. city
B. tunnel
C. road
✅ valley
🎓 Answer Analysis:
Into the valley to death rode the six hundred. এটি একটি কবিতার লাইন।
সঠিক উত্তর হবে D.
50. "To be or not to be, that is the --".
A. meaning
✅ question
C. answer
D. issue
🎓 Answer Analysis:
'To be or not to be, that is the question' এটি Shakespeare-এর Hamlet নাটকের বিখ্যাত একটি উক্তি।
সঠিক উত্তর হবে B.
0 Comments:
Post a Comment